
ব্যাটিং ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ –এর তৃতীয় ম্যাচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
প্রথম ম্যাচে ১৩ বলে ১৫ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন ৯ বলে ১২ রান। শনিবার মিরপুরে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৩ রান। তবে এ ৩ রান করে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রান পেয়েছেন সাকিব। এর আগে এ অর্জন পেয়েছেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার পেয়েছেন ৫৮৬৪ রান।
এদিকে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছে সাকিব অন্যরকম ডাবলের স্বাদ পেয়েছেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রান ও তিনশর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। পাঁচ হাজার রান পাওয়া সাকিবের টি-টোয়েন্টিতে উইকেট ৩৫৫টি।
এর আগে এমন ডাবলের কীর্তি গড়েছেন ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভোর টি-টোয়েন্টিতে রান ৬৩৩১, উইকেট ৫১২টি। মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল রান করেছেন ৫৭২৮, উইকেট ৩০০টি।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |