
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন হবে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার।
মো. রফিকুল ইসলাম বলেন, ‘সাংবিধানিকভাবে কাজী শহিদ ইসলাম পাপুলের আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ। আমাদের কাছে গেজেটের কপি আসলে পরবর্তী কমিশন সভায় এ সংসদীয় আসনের উপ-নির্বাচন নিয়ে আলোচনা করা হবে।’
নির্বাচন কমিশনের বিধিবিধান অনুযায়ী, সংসদীয় আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আসন শূন্য হওয়ার গেজেটের কপি আমরা হাতে পেয়েছি। পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা কমিশনের কাছে উপস্থাপন করা হবে।’
গত ২৮ জানুয়ারি কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করেছে সংসদ সচিবালয়। রায় ঘোষণার দিন থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে সোমবার (২২ ফেব্রুয়ারি) গেজেট জারি করা হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |