
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তৈরি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক বিতর্কিত প্রতিবেদনটি ফেসবুক থেকে সরিয়ে নেবে ফেসবুক কর্তৃপক্ষ। এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
প্রতিবেদনটি সরিয়ে নিতে ফেসবুক ও গুগলের কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মোস্তাফা জব্বার।
তিনি বলেন, প্রতিবেদনটি সরিয়ে নিতে আদালতের রায়ের কপি চেয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। আমরা তাদের সেই শর্ত পূরণ করেছি। আশা করছি, তারা তাদের কথা রাখবে।
‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক বিতর্কিত প্রতিবেদনটি ইউটিউব থেকে সরানোর ব্যাপারে ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |