
টিভি নাটকের অন্যতম অভিনেতা ওয়ালিউল হক রুমীর মা হামিদা হক মারা গিয়েছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টা ১০ মিনিটে শহীদবাগের বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।
রুমী বলেন, মায়ের ডায়াবেটিক সমস্যা ছিল। হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান। সবাই আমার মায়ের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করবেন। আমার আজকের অবস্থানের জন্য এই মায়ের অবদান আমি বলে শেষ করতে পারবো না।
জানা গেছে, বরগুনায় ওয়ালিউল হক রুমীর এলাকায় হামিদা হকের দাফন সম্পন্ন হবে।
ওয়ালিউল হক রুমী বর্তমানে দেশের ব্যস্ততম অভিনেতা। বিশেষ করে নির্মল পারিবারিক গল্প বা হাস্যরসে প্রাণ ভরিয়ে দেবার মতো অভিনয়ে তিনি অনবদ্য। ৫ শতাধিক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। মঞ্চেও কাজ করছেন নিয়মিত।