আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী
আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক বাণিজ্য মেলা আরো ৭ দিন বাড়ানোর দাবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) কার্যক্রম আরো সাতদিন বাড়ানোর দাবি জানিয়েছেন মেলায় অংশ নেয়া ব্যবসায়ীরা।
মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর কাছে এক লিখিত চিঠিতে এ দাবি জানানো হয়েছে। তবে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি মেলা শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

ব্যবসায়ীরা ঐ চিঠিতে জানিয়েছেন, শৈত্যপ্রবাহের কারণে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও বৈদ্যুতিক মিস্ত্রির সংকট ছিল। তাই মেলায় বরাদ্দকৃত স্টল তৈরিতে সাত দিন সময় বেশি লেগে গেছে।

চিঠিতে আরো বলা হয়েছে, মেলায় ব্যবসা শুরু করতে দেরি হয়েছে। সময় বাড়ানো না হলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। এছাড়া এ মাসে টঙ্গীতে দুই দফা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই দুইবার তিনদিন করে মোট ছয় দিন রাস্তায় যানজট ছিল। ফলে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কম ছিল।

এছাড়া পূর্বাচল ৩০০ ফুট মহাসড়কে একদিন ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সেদিনও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কম ছিল। এ পরিস্থিতিতে মেলার সময় বাড়ানো না হলে অনেক পণ্য অবিক্রীত থেকে যাবে। যে কারণে ক্ষতি এড়াতে ৩১ জানুয়ারির পর আরো সাতদিন বিনা ভাড়ায় মেলায় বেচাকেনা করার অনুমতি চাওয়া হয়েছে।

বাণিজ্য মেলার পরিচালক ও আয়োজক সংস্থা ইপিবি’র সচিব ইফতেখার আহমেদ বলেন, এ বছর আর মেলা বাড়ানোর সুযোগ নেই। আমরা সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সব কাজ নিয়ম করে চলছে। আগামী ৩১ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠান হবে। এজন্য সব ধরনের কাজ এগিয়ে নেয়া হচ্ছে।