
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনের ওপর বগুড়াবাসীর ভবিষ্যৎ নির্ভর করবে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের ঠনঠনিয়া বাসট্যান্ডে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকার পক্ষে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নানক বলেন, ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনে অপ্রত্যাশিত সংসদ নির্বাচন আয়োজিত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১১ মাস বাকি। এর আগে বগুড়াবাসীর ওপর উপ-নির্বাচন চাপিয়ে দিয়েছে বিএনপি। এই উপ-নির্বাচনের ওপর বগুড়াবাসীর আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে। নির্বাচনে নৌকার প্রার্থী রিপু পরীক্ষিত ছাত্রনেতা থেকে আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে বার্তা দিয়ে আমাকে পাঠিয়েছেন। বগুড়ায় নৌকার প্রার্থী নির্বাচিত হলে ঢাকা-বগুড়া সরাসরি রেললাইন নির্মাণে সমস্যা থাকবে না। বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল ও বিশ্ববিদ্যালয় স্থাপন বিলম্বিত হবে না। রিপু আওয়ামী লীগের নয়, বগুড়ার মানুষের এমপি হবে। শুধু ঢাকা-বগুড়া চার লেন নয়, বিমানবন্দরও হবে- আপনারা বিমানে বগুড়া আসবেন।
শ্রমিকদের উদ্দেশে নানক বলেন, আপনারা ২০১২-২০১৩ সালে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস উপেক্ষা করে যেভাবে দেশের অর্থনীতি সচল রেখেছেন, সেইভাবে বগুড়ার উন্নয়ন সচল রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রনি, বগুড়া জেলা পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সৈয়দ কবির আহম্মেদ মিঠু প্রমুখ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |