
আগামী বছরের মার্চ বা জুনে পদ্মাসেতুতে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রোববার নির্মাণাধীন পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করতে পারেন। তবে সেতুতে রেললাইন স্থাপনের কাজ না হওয়ায় উদ্বোধনের দিন থেকে ট্রেন চলবে না।
তিনি আরো বলেন, আপাতত লক্ষ্য- আগামী বছরের ২৬ মার্চ ঢাকা থেকে মাওয়া, পদ্মাসেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত ট্রেন চালানো। তা সম্ভব না হলে আগামী বছরের জুনে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ২০২৪ সালের জুনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলবে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |