আজ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি, ১৪৪৬ হিজরী
আজ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি, ১৪৪৬ হিজরী

এবার রাজধানীতে ১৯ পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্থায়ী, অস্থায়ী মিলিয়ে চলতি বছর রাজধানীতে মোট ১৯টি কোরবানির পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।
এর মধ্যে রয়েছে দুটি স্থায়ী হাট, যেগুলোতে বছরের অন্য সময়ও পশু বিক্রি হয়। এগুলো হলো- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী স্থায়ী হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সারুলিয়া স্থায়ী পশুর হাট।

এ হাট দুটি ছাড়া আরো ১৭টি অস্থায়ী হাট রাজধানীতে বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন।

অস্থায়ী হাটগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবে ১০টি ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবে ৭টি হাট। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিজিটাল হাটও চালু থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, হাটগুলো পরিচালনার জন্য যেসব নির্দেশনা আসবে সেসব বাস্তবায়ন করা হবে।

চলতি বছর করোনা পরিস্থিতি গত দুই বছরের চেয়ে তুলনামূলক ভালো থাকায় রাজধানীতে কোরবানির পশুর হাট কেন্দ্রিক প্রস্তুতি কিছুটা আগে থেকেই শুরু হয়েছে।