
চলমান রুশ আক্রমণকে পতিহত করা হবে এবং ইউক্রেনের এক টুকরো ভূমিও ছেড়ে দেওয়া হবে না উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জয়ী হবো।
রয়টার্স জানায়, সোমবার (৯ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি।
এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৮০ লাখেরও বেশি ইউক্রেনীর মৃত্যু হয়েছে। কিন্তু নাৎসিবাদের বিরুদ্ধে রাশিয়া যেভাবে বিজয় পেয়ছিল কিয়েভে মস্কোকে সে সুযোগ দেওয়া হবে না।
জেলেনস্কি বলেন, নাৎসিবাদের বিরুদ্ধে বিজয়ের দিনে, আমরা একটি নতুন বিজয়ের জন্য লড়াই করছি। এর পথটি কঠিন, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই যে আমরা জয়ী হবো।
তিনি আরও বলেন, এমন কোনো দখলদার নেই যে আমাদের মুক্ত ভূমিতে শিকড় গাড়তে পারে। এমন কোনো হানাদার নেই যে আমাদের স্বাধীন মানুষের ওপর শাসন করতে পারে। দ্রুত কিংবা পরে, আমরা জয়ী হবো।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |