আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী
আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী

ট্রেনের ৭ ও ৮ মে’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদের ছুটি শেষে যারা রাজধানীতে ফিরবেন, তাদের জন্য ট্রেনের টিকিট বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৭ ও ৮ মে’র টিকিট দেওয়া হচ্ছে।
বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে ১ মে থেকে রেলওয়ের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে।

জানা গেছে, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ট্রেনের ফিরতি টিকিট। প্রথম দিন সকালে স্টেশনগুলোর কাউন্টারে টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা যায়নি।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, যে স্টেশন থেকে যাত্রা, সেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকিট কাটা যাচ্ছে।