ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কটি অনেকটাই ফাঁকা।
সোমবার (২ মে) ঈদের আগের দিন স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম যানবাহন চলাচল করছে। সকালে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে এমন চিত্র দেখা যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, গতকাল রোববার দুপুর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কমছে। সোমবার মহাসড়ক অনেকটাই ফাঁকা। স্বাভাবিক সময়ের চেয়ে কম যানবাহন চলাচল করছে।