আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী
আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী

চিত্রনায়িকা একা-পরীমনির চলচ্চিত্র সমিতির সদস্যপদ স্থগিত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা একা ও পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার দুপুর ৩ টায় বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিকেল পাঁচটায় সভা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির সভাপতি মিশা সওদাগর।

তিনি বলেন, চিত্রনায়িকা একা ও পরীমনি বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত একা ও পরীমনি ব্যক্তিগত দায় চলচ্চিত্র সমিতি নেবে না। তাদের ব্যক্তি কর্মের দায়িত্ব ও দায়ভার নিজেদের। সমিতি তাদের ব্যক্তি অপরাধ মেনে নেবে না।

মিশা সওদাগর আরো বলেন, একজন শিল্পী কোথায় বাস করে, কোথায় চলাফেরা করে সেটির নিয়ন্ত্রণ সমিতি করবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, শিল্পী হিসেবে তাদের পাশে আমরা ছিলাম, আছি ও থাকব। তবে আমরা আইনের পথে বাধা দেব না। প্রশাসন তার কাজ নিরবচ্ছিন্নভাবে করবে।