
ভয়ংকর ঘূর্ণিঝড় ‘টাউটে’ ভারতের পশ্চিম উপকূলে তাণ্ডব চালিয়েছে। এর আঘাতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এতে এখন পযর্ন্ত নিখোঁজ রয়েছে ৯৬ জন।
দেশটির আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৩ মে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে ব্যাপারে এখনই স্পষ্ট জানাতে পারেনি তারা।
আবহাওয়া অফিসের তথ্য মতে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি। তাই নিম্নচাপের সম্ভাবনা থেকেই যায়। ২৩ মে তেমনই একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কথাই তারা বলছেন। শুধু তাই নয়, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শক্তি বাড়িয়ে নিতে পারে, এমন আশঙ্কাও করছেন তারা।
গত বছরের মে মাসেই এ বঙ্গোপসাগরেই তৈরি হয়েছিল এক নিম্নচাপ। যার পরিণতি অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |