
মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪৭ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ৬ হাজার ২০ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮৯ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ১৭ হাজার ৮৩৪ জন।
সোমবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে জোরদার টিকাদান কর্মসূচির ফলে পরিস্থিতির অনেকটা লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে দেশটি। টিকাদান কর্মসূচিতে দেশটি বিশ্বের অন্যতম সফল দেশ।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৬০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৩৩ লাখ ৯৩ হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ কোটি ২১ লাখ ৬২ হাজার ৫৯০ জন।
বর্তমানে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু অর্ধেকই হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |