আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী
আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী

অরপি আহমেদ’র ‘কথায় ছড়ায় মুজিব গাঁথা’

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকাশিত হল লেখক সাংবাদিক অরপি আহমেদ’র ২৫তম বই ’কথায় ছড়ায় মুজিব গাঁথা’। শিশুতোষ এই বইটি প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা অনন্যা। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। বইটির মুল্য ধার্য্য করা হয়েছে ২শত টাকা। বইটি ১৫% ছাড়ে ইতিমধ্যেই অনলাইনে পাওয়া যাচ্ছে। বইটি এবারের গ্রন্থমেলায় অনন্যা ষ্টলে পাওয়া যাবে।
অরপি আহমেদ তিন দশক ধরে লেখালেখি ও সাংবাদিকতার সাথে জড়িত। তার প্রকাশিত বই এর মধ্যে রয়েছে গল্প,উপন্যাস ও কবিতা। সাংবাদিকতা-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি তিনি আইটি বিশেষজ্ঞ হিসাবে কর্মরত রয়েছেন।