আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী
আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শ জমাদিউল আউ:, ১৪৪৫ হিজরী

কাশিমপুর কারাগারে কয়েদির স্ত্রীসঙ্গ: তিন কর্মকর্তা প্রত্যাহার

গাজীপুরে অবস্থিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা কর্মকর্তার কক্ষে স্ত্রীর সঙ্গে কয়েদির একান্ত মুহূর্ত কাটানোর সুযোগ দেয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে কারা সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুমিনুর রহমান মামুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিন কর্মকর্তাকে কারা সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দ্রুতই প্রত্যাহার করা হতে পারে।